জেরুজালেমে দূতাবাস স্থানান্তর করবে না জাপান

জেরুজালেমে দূতাবাস স্থানান্তর করবে না জাপান

শেয়ার করুন

japan-israel

ডেস্ক রিপোর্ট:

তেল আবিবে নিযুক্ত জাপানি দূতাবাস জেরুজালেমে সরানো হবে না বলে জানিয়েছেন জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক বৈঠকে অ্যাবে বলেন, তার দেশ দ্বি রাষ্ট্র নীতি সমাধানে বিশ্বাস করে এবং শান্তি নিশ্চিতে যেকোনও পদক্ষেপ নিতে প্রস্তুত। ফিলিস্তিনের অবকাঠামো নির্মাণে সহায়তা করারও আশ্বাস দেন তিনি।

গত বছরের ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নিয়ে ফিলিস্তিনসহ বিশ্বজুড়ে তুমুল নিন্দা ও প্রতিবাদ অব্যাহত রয়েছে। মঙ্লবারের বৈঠকে মাহমুদ আব্বাস ফিলিস্তিনের প্রতি সমর্থন দেয়ার জন্য শিনজো অ্যাবেকে ধন্যবাদ জানান।

পাশাপাশি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় আন্তর্জাতিক আইনের ভিত্তিতে যেকোনো রাজনৈতিক প্রক্রিয়াকে সফল করার জন্য সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান মাহমুদ আব্বাস।