রং বদলাচ্ছে তাজমহলের!

রং বদলাচ্ছে তাজমহলের!

শেয়ার করুন

tajmahal

ডেস্ক রিপোর্ট:

দিন দিন তাজমহলের রং পরিবর্তন হচ্ছে। এ ঘটনায় উদ্বেগ জানিয়ে, দ্রুত যথাযথ পদক্ষেপ নিতে ভারত সরকারকে নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। প্রয়োজনে সমস্যা সমাধানে বিদেশী বিশেষজ্ঞের সহায়তা নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বলেছেন বিশেষজ্ঞ থাকলেও, তার ব্যবহার করছে না ভারত সরকার। এমনকি বিষয়টিকে তারা গুরুত্বই দিচ্ছে না। সপ্তদশ শতকে সাদা মার্বেল পাথরে তৈরি এই অসাধারণ স্থাপনা ইতোমধ্যেই হলুদ আকার ধারণ করেছে এবং সেটি এখন বাদামী ও সবুজ হয়ে যাচ্ছে।

দূষণ, নির্মাণকাজ ও কীটপতঙ্গের বিষ্ঠা তাজমহলের এ অবস্থার জন্য দায়ী বলে মনে করা হয়। এর আগে তাজমহলের আশেপাশের অনেক কলকারখানা বন্ধ করে দিয়েছিলো সরকার।

পার্শ্ববর্তী যমুনা নদীর অবস্থাও শোচনীয়। গত দু দশকে পরিষ্কারের উদ্যোগ নেয়া হয়েছে অনেক বার। কিন্তু সমস্যাটি আসলে দিন দিন প্রকটই হচ্ছে। আগামী ৯ই মে তাজমহল বিষয়ে আবার শুনানি হবে।