ড্র করেও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল

ড্র করেও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল

শেয়ার করুন

real madrid

স্পোর্টস ডেস্ক:

বায়ার্ন মিউনিখকে পেছনে ফেলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। সেমিফাইনালের দ্বিতীয় লেগে ২-২ গোলে ড্র, ফলে দুই লেগ মিলে ৪-৩ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনাল নিশ্চিত করেছে জিদানের রিয়াল।

সান্তিয়াগো বার্নাব্যুতে, ম্যাচের মাত্র ৩ মিনিটে লিড নেয় বায়ার্ন মিউনিখ। গোলটি আসে জশুয়া কিমিকের পা থেকে।

তবে এর ঠিক ৮ মিনিটের মাথায় সমতায় ফেরে রিয়াল। মার্সেলোর বাড়ানো বলে দুর্দান্ত হেডে প্রতিপক্ষের জালে বল জড়ান করিম বেনজেমা। বিরতির পর আবারো বেনজেমার আক্রমণ। বায়ার্ন গোলরক্ষকের ভুলে এবার রিয়ালকে এগিয়ে নেন বেনজেমা। পিছিয়ে পড়ার পরও ভেঙ্গে পড়েনি বায়ার্ন।

৬৩ মিনিটে জার্মান জায়ান্টদের সমতায় ফেরান রিয়াল থেকে ধারে খেলতে আসা হামেস রদ্রিগেস। প্রথম শট ঠেকিয়ে দেন রিয়াল গোলরক্ষক ভারান, তবে ফিরতি শটে গোল করেন হামেস।