চার মাস পর খুলেছে রাঙ্গামাটির পর্যটন ও বিনোদন  কেন্দ্র

চার মাস পর খুলেছে রাঙ্গামাটির পর্যটন ও বিনোদন  কেন্দ্র

শেয়ার করুন

233414748_1723024261418441_2929021027394373144_n

।। পুলক চক্রবর্তী, রাঙ্গামাটি ।।

দীর্ঘ চার মাস বন্ধ থাকার পর আজ থেকে খুলে দেয়া হয়েছে রাঙ্গামাটির সব পর্যটন কেন্দ্র । সাজেক রাঙ্গামাটি,কাপ্তাই বিলাইছড়ির সব পর্যটন কেন্দ্রসহ সুবলং, ধুপপানি, নকাটাছড়ার প্রাকৃতিক ঝর্ণার প্রতিটি স্পটেই এখন আসতে পারবেন পর্যকটকরা। তবে পর্যটকদের স্বাস্থ্যবিধি  মানাতে  রয়েছে কঠোর নির্দেশ ।

করোনা সংক্রমন বাড়ায় দীঘ দিনের লকডাউন ও বিধি নিষেধে পর্যটন কেন্দ্রিক রাঙ্গামাটির  পর্যটন ও বিনোদন কেন্দ্র গুলো বন্ধ থাকায় বিপর্যস্ত হয়ে পড়ে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা। শুধু তাই নয়, আর্থিক সংকটে পড়েকষ্টে দিন যাপন করছিলো এইসব প্রতিষ্ঠানের শ্রমিকরা। গত চার মাসে রাঙ্গামাটিতে হোটেল-মোটেল, বিনোদন কেন্দ্র, পর্যটন কেন্দ্র বন্ধ থাকায়  ২২ কোটি টাকার বেশি লোকসান হয়েছে। বৃহস্পতিবার ১৯ আগষ্ট থেকে সীমিত পরিসরে খোলে দেওয়া হয়েছে এই সমস্ত  পর্যটন ও বিনোদন কেন্দ্র গুলো। যেখানে লোক সমাগম করা যাবে ধারণ ক্ষমতার অর্ধেক। তবে দীর্ঘ ১২০ দিন বন্ধ থাকায়  বেকার হয়ে গেছে পর্যটন ব্যবসার সাথে জড়িতরা।

রাঙ্গামাটি পর্যটন ঘাটের ট্যুরিস্ট বোর্ড ইজারাদার মো. রমজান আলী বলেন, গত বছর থেকে বোর্ড মালিক ও চালকরা মানবেতর জীবনযাপন করছেন। পর্যটন ঘাটে প্রায় শতাধিক বোর্ড রয়েছে। পর্যটক কেন্দ্র বন্ধ থাকায় লোকসান হয়েছে ব্যবসায়ীদের।

 রাঙ্গামাটি পর্যটন  হোটেল ও বিনোদন কেন্দ্র  গুলো খোলে দেওয়া হলেও এখানে পর্যটকদের সুযোগ থাকবে  ধারণ ক্ষমতার অর্ধেক । পর্যটনের সব সেক্টর মিলে করোনাকালে ২৫-৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে।রাঙ্গামাটি পর্যটন করপোরেশনসহ সাজেক ও কাপ্তাইসহ বিভিন্ন স্থানে পর্যটকদের ভ্রমণ চার মাস বন্ধ থাকায় পর্যটন খাতে বিরূপ প্রভাব পড়েছে।

86293929_4104308322928255_396749476573741056_n 156291195_809367296355089_7632138116258560093_n

রাঙ্গামাটির অন্যতম আকর্ষণীয় বিনোদনকেন্দ্র শহরের পলওয়েল পার্কও পর্যটকদের পদচারণায় মুখর থাকে। কাপ্তাই হ্রদের পাশে এটির অবস্থান এবং ভালোবাসার নিদর্শন হিসেবে এখানে একটি ‘লাভ পয়েন্ট’ রয়েছে, যা দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে ভ্রমণ পিপাসুরা ভিড় করেন। পলওয়েল পার্কের কর্মীরা জানান, প্রতি শুক্রবার ও বন্ধের দিনে পর্যটকদের ভিড় থাকে সবচেয়ে বেশি।

প্রতি মাসে ২ থেকে আড়াই কোটি টাকা আয় হতো। সেই হিসাবে বন্ধ থাকায় গত ৫ মাসে ৯ থেকে ১০ কোটি টাকার ক্ষতির মুখে তারা।দীর্ঘদিন পর পর্যটন কেন্দ্রিক রাঙ্গামাটি জেলায় পর্যটন ও বিনোদন কেন্দ্র গুলো খোলে দেওয়ার ফলে করোনাকালে সৃষ্ট অর্থনৈতিক ক্ষয়ক্ষতির লাগাম ধরা সম্ভব বলে মনে করেন স্থানীয় বিশিষ্টজনেরা।