খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজকে পর্যন্ত জামিনে ছিলেন তিনি। কিন্তু আজ বামদের অর্ধদিবস হরতাল থাকায় আদালতে হাজিরা দিতে না পেরে সময়ের আবেদন করেন তার আইনজীবী।

এ আবেদন নামঞ্জুর করে ঢাকার পঞ্চম বিশেষ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে আগামী ৫, ৬ ও ৭ ডিসেম্বর এ মামলার যুক্তিতর্কের জন্য দিন ধার্য করেছেন আদালত।

এদিকে জামিনে থাকা অবস্থায় কয়েক দফা রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত ঢাকার বিশেষ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামানের আদালতে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেন খালেদা জিয়া। দুর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা মামলা দুটির প্রধান আসামি খালেদা জিয়া।