কাল ক্রেমলিনে রাজকীয় ভবনে হবে ফিফা বিশ্বকাপের ড্র

কাল ক্রেমলিনে রাজকীয় ভবনে হবে ফিফা বিশ্বকাপের ড্র

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক:

আগামী বছর রাশিয়ায় বসছে বিশ্বকাপ ফুটবলের ২১ তম আসর। ইতোমধ্যে ৩২ দল চূড়ান্ত হয়ে গেছে। আগামীকাল রাশিয়ার রাজধানী মস্কোর ক্রেমলিনে রাজকীয় ভবনে হবে এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র। ৩২ দল মোট আটটি গ্রুপ ভাগ হয়ে লড়বে এই মহাযজ্ঞ। শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে বিশ্বকাপের ড্র।

২০১৮ বিশ্বকাপ শুরু হতে এখনও বাকি ছয় মাস। অবশ্য এর আগেই বিশ্বকাপ-জ্বরে কাঁপতে শুরু করেছে গোটা ফুটবলবিশ্ব। বাছাইপর্বের ইঁদুর দৌড় শেষে এখন চূড়ান্ত পর্বে কে কার মুখোমুখি হবে, এনিয়ে চলছে জোর জল্পনা-কল্পনা। ঝড় উঠছে চায়ের কাপেও।

রাশিয়া বিশ্বকাপে কয়টি ‘গ্রুপ অব ডেথ’ থাকতে পারে, কে কার বিপক্ষে লড়বে আপাতত সেই প্রশ্নের উত্তর জানতেই উৎকণ্ঠার অপেক্ষায় ফুটবল রোমান্টিকরা। যার উত্তর মিলবে আগামীকাল। শুক্রবার অফিসিয়াল ড্র অনুষ্ঠানে দলগুলোর গ্রুপ নির্ধারণে উপস্থিত থাকবেন উরুগুয়ের সাবেক স্ট্রাইকার দিয়েগো ফরল্যান। ফুটবল ভক্ত সমর্থকদের পাশাপাশি বিশ্বকাপের ড্র নিয়ে তিনিও রোমাঞ্চিত।
সিংকঃ ফোরল্যান

শুধু মাত্র ৩২টি দেশের ফুটবলাররাই নয় প্রতিটি দেশের সমর্থকরাও উন্মুখ হয়ে আছে এ ড্র নিয়ে। তারা অধীর আগ্রহে আছেন কোন দলের বিপক্ষে তাদের খেলা পরছে। স্বয়ং আমার দেশের মানুষরাও জানতে চাচ্ছে কাদের বিপক্ষে খেলা পড়বে আমাদের। ফিফার নিয়ম অনুযায়ী বিশ্বকাপের স্বাগতিক দল এবং র‌্যাংকিংয়ের শীর্ষ সাত দল থাকবে এক নম্বর পটে। এই আটটি দল পড়বে ভিন্ন আট গ্রুপে।

র‌্যাংকিংয়ের পরবর্তী আট দল থাকবে দ্বিতীয় পটে। এভাবেই বাকি দুই পটে থাকবে অন্য ১৬টি দল।