ওমরানের বড় ভাইয়ের মৃত্যু

ওমরানের বড় ভাইয়ের মৃত্যু

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

সিরিয়ার আলেপ্পোতে বিমান হামলায় প্রাণে বেঁচে যাওয়ার পর, যার ছবি বিশ্ব-বিবেককে নাড়িয়ে দিয়েছিল, সেই পাঁচ বছরের শিশু ওমরান দাকনিশের বড় ভাই মারা গেছে। তার নাম আলী দাকনিশ।

Omran Daqneeshগত ১৭ আগস্ট আলেপ্পো শহরে চালানো ওই বিমান হামলায় অন্তত পাঁচ শিশু আহত হয়। এদের মধ্যেই ওমরান ও তার ভাই ছিলো। হামলার পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে ওমরানের বড় ভাই ১০ বছর বয়সী আলীকে হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার সময় আলী বাড়ির বাইরে রাস্তায় খেলছিল। বাড়িটি বিধ্বস্ত হলে পরিবারের সবাই আহত হয়। কিন্তু বোমার আঘাতে মারাত্মক আহত হয় আলী দাকনিশ।

তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর, শনিবার না ফেরার দেশে পাড়ি জমায় আলী। সিরিয়ার সরকার-বিরোধী আন্দোলনের এক কর্মী জানান, ওমরান ‘বিশ্বব্যাপী আলেপ্পোর কষ্টের প্রতীক’ হয়ে উঠেছে। আর আলী হলো সেই নিদারুণ কষ্টের করুণ বাস্তবতা।

সিরিয়ার আলেপ্পো শহরটি গত কয়েক বছর ধরেই সরকার ও বিদ্রোহীদের লড়াইয়ের অন্যতম রণক্ষেত্র। প্রতিদিনই মারা যাচ্ছে বহু সাধারণ মানুষ।