বসুন্ধরা সিটি শপিং মলে আগুন

বসুন্ধরা সিটি শপিং মলে আগুন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর অভিজাত শপিং মলে বসুন্ধরা সিটির লেভেল ছয়ে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২৯টি ইউনিট।

14111847_1172218852836913_1283598706_n

বসুন্ধরা সিটি শপিং মলের ব্যবসায়ী ও কর্মচারীরা জানান, রোববার বেলা ১১টার দিকে লেভেল ছয়ের সি ব্লকে একটি চামড়াজাত দ্রব্যের দোকানে আগুন লেগেছে। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

n1ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান জানিয়েছে, আগুন যেখান থেকে উৎপত্তি হয়েছে সে স্থানটি চিহ্নিত করা হয়েছে। আগুন লাগার পরপরই শপিং মলের ভেতর থেকে লোকজনকে বের করে আনা হয়। আগুন থেকে উৎপত্ত ধোয়া বের করে দেয়ার জন্য কাঁচের দেয়ালগুলো ভেঙ্গে দেয়া হয়েছে।

তিনি জানান, ফায়ার সার্ভিসের ২৯ টি ইউনিট প্রায় দেড়শ কর্মী নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

n11

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মারুফ হাসান জানিয়েছেন, ফায়ার ফাইটিং চলছে এবং আগুন যাতে ছড়িয়ে না পড়ে সে জন্য একটি বলয় তৈরি করা হয়েছে।

ঘটনাস্থলে ঢাকা উত্তর সিটি করপরেশনের মেয়র আনিসুল হক সাংবাদিকদের জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এর আগে ২০০৯ সালের ১৩ মার্চ এ বিলাশবহুল শপিং মলে ভয়াভয় আগুনের ঘটনায় ৭ জনের মৃত্যু হয়।