আবারও ৫ হাজার মিটারে সোনা জিতলেন ফারাহ

আবারও ৫ হাজার মিটারে সোনা জিতলেন ফারাহ

শেয়ার করুন

মোহাম্মদ ফারাহ

এটিএন টাইমস ডেস্ক:

রিও অলিম্পিকের পঞ্চদশ দিনে ৫ হাজার মিটারে ইথিওপিয়ার হোগস জেব্রিয়েটকে পেছনে ফেলে স্বর্ণ জিতেছেন ব্রিটেনের ফারাহ।

রিও অলিম্পিকে ১০ হাজার মিটারের পর ৫ হাজার মিটারেও স্বর্ণ জিতলেন ব্রিটেনের মোহামেদ ফারাহ। সেরা হতে সময় নেন ১৩ মিনিট ৩ দশমিক তিন শন্য সেকেন্ড। এই ইভেন্টে রৌপ্য জিতেন যুক্তরাষ্ট্রের পাওয়েল জেব্রিয়েট।

২০১২ লন্ডন অলিম্পিকেও ৫ হাজার ও ১০ হাজার মিটারে সোনা জিতেছিলেন ফারাহ। পর পর দুই অলিম্পিকে ৫ হাজার ও ১০ হাজার মিটারে স্বর্ণ জেতা ইতিহাসের দ্বিতীয় দৌড়বিদ তিনি। এর আগে ১৯৭২ অলিম্পিক ও ৭৬ অলিম্পিকে এই কীর্তি গড়েছিলেন ফিনল্যান্ডের লাসে ভিরেন।