একদিনে তিন জেলায় করোনা ও উপসর্গে ৬ জনের মৃত্যু

একদিনে তিন জেলায় করোনা ও উপসর্গে ৬ জনের মৃত্যু

শেয়ার করুন

 

Corona New

এটিএন টাইমস ডেস্ক ।।

দেশে আবারো ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে করোনার সংক্রমণ। মৃত্যুর সংখ্যাও বাড়ছে হু হু করে।  

গত ২৪ ঘন্টায় রাজশাহী, ময়মনসিংহ এবং বরিশালে করোনা উপসর্গ নিয়ে জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন জন। হাসপাতালে ভর্তি আছেন ৪৩ জন। জেলায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৪৪ দশমিক ১৯ শতাংশ। 

এদিকে ময়মনসিংহ  মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন দুই মহিলা। তাদের একজনের বয়স ২২ আরেকজনের ৩৮ বছর। জেলায় শনাক্তের হার প্রায় ৩৩ শতাংশ। অবস্থা ভালো নেই বরিশালেও। সেখানে শেরবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ হয়ে দুজনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত ৬৪ জন। আক্রান্তের হার ৩২ দশমিক শতাংশ। 

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে একই সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ২৬ জন।  এক হাজার ২৬ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। নমুনা পরীক্ষায় সংক্রমণের হার ৩৮ দশমিক ৬৪ শতাংশ। আবার শনাক্তদের মধ্যে ৮২২ জন নগরের ২০৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

অন্যদিকে শেরপুরে নতুন করে ৫৮ জন আক্রান্ত হওয়ায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৫৩ শতাংশের কাছাকাছি। হাসপাতালে ভর্তি আছেন ১৯৪ জন।