উস্কানিতে কান না দিতে শ্রমিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

উস্কানিতে কান না দিতে শ্রমিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

বাইরের কারো উস্কানিতে কান না দিতে শ্রমিকদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মে দিবসের অনুষ্ঠানের, এ আহবান জানান তিনি। বলেন, যতদিন তিনি ক্ষতায় আছেন, দেশের বিরুদ্ধে বিদেশীদের কাছে নালিশ করে লাভ নেই।

‘শ্রমিক মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’ এই শ্লোগান নিয়ে এবার মে দিবস পালন করছে সরকার।

মঙ্গলবার বিকেলে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে যোগ দেন। তিনি তারা ভাষণে, শ্রমিকদের কল্যাণে সরকারের নেয়া পদক্ষেপ তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, মানুষের ভাগ্যউন্নয়নই তাঁর রাজনীতির লক্ষ্য। তাই কাউকে ছোট করে দেখা নয়, বরং মেহনতি মানুষের ভাগ্য পর্বিতনেই এগিয়ে যাবে বাংলাদেশ। কর্মক্ষেত্রের পরিবেশ ঠিক রাখতে মালিক শ্রমিক সম্পর্কের উপর জোর দেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনার অভিযোগ, শ্রমিক না হয়েও, অনেকেই নেতা সেজে খরদারি করেন।

কোন কিছুই হলেই নালিশ করেন বিদেশীদের কাছে। এছাড়া, যারা কাজের সন্ধানে বিদেশে যান তারা যেন কোনভাবেই দালালের খপ্পরে না পড়ে সে বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।