পালিত হচ্ছে মহিমান্বিত শব-ই-বরাত

পালিত হচ্ছে মহিমান্বিত শব-ই-বরাত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

প্রতিবারের মতো সৌভাগ্যের বারতা নিয়ে শুরু হয়েছে মহিমান্বিত রজনী শব-ই-বরাত। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাত কামনার লক্ষ্যে, মাগরিবের নামাজের পর থেকে দেশের মসজিদগুলোতে সমাগম শুরু হয়েছে ধর্মপ্রাণ মুসল্লিদের।

এশার ফরজ নামাজ আদায়ের পাশাপাশি, মুসল্লিরা নফল নামাজ আদায়ের মাধ্যমে, আল্লাহ তায়ালার নৈকট্য হাসিল ও বিশেষ ক্ষমা লাভের আশায়, রাতভর ইবাদাত বন্দেগিতে মশগুল থাকবেন।

পবিত্র এই রজনীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন মসজিদে মুসলিম উম্মাহ’র অগ্রগতি কল্যাণ ও বৃহত্তর ঐক্য প্রার্থণা করে বিশেষ দোয়া করা হয়।

এই পবিত্র রজনীতে, ইবাদত-বন্দেগির পাশাপাশি নিকট আত্মীয়দের রুহের মাগফিরাত কামনা করে কবর জিয়ারতও করেন মুসল্লিরা।