উত্তেজনার মধ্যেই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা

উত্তেজনার মধ্যেই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট:

কোরীয় উপদ্বীপে চলমান উত্তেজনার মধ্যেই আবারও ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। পেন্টাগন জানিয়েছে, স্থানীয় সময় ৩টা ৩০ মিনিটে ক্ষেপণাস্ত্রের পরীক্ষাটি চালানো হয়।

এটি একটি আন্ত:মহাদেশীয় ব্যালিস্টক ক্ষেপণাস্ত্র, যা ১ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, দক্ষিণ ইয়োংগান প্রদেশ থেকে পূর্বদিকে ক্ষেপণাস্ত্রটি উড়ে গেছে এবং জাপান সাগরে এটি বিধ্বস্ত হয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে কয়েক দফা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এ নিয়ে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেপ্টম্বরে চালানো ক্ষেপণাস্ত্র পরীক্ষা পর, পিয়ংইয়ংয়ের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ।