রাজধানীতে কোচিং সেন্টারে দুদকের অভিযান

রাজধানীতে কোচিং সেন্টারে দুদকের অভিযান

শেয়ার করুন

Captureনিজস্ব প্রতিবেদক :

প্রশ্নপত্র ফাঁসসহ পরীক্ষার সকল দূর্নীতি রোধে রাজধানীর একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক।

বুধবার বিকেলে ফার্মগেটের কনফিডেন্স কোচিং সেন্টারের তিনটি শাখায় অভিযান শেষে দুদকের উপপরিচালকমো. মোরশেদুল আলম  বলেন, পর্যায়ক্রমে অন্যান্য কোচিং সেন্টারগুলোতেও এ অভিযান চালানো হবে।

প্রশ্নপত্র ফাঁস ছাড়াও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আর্থিক অনিয়মেরও অভিযোগ আছে উল্লেখ করে তিনি বলেন এ অভিযানে প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি প্রতিষ্ঠানের বৈধতা, শিক্ষদের নিয়োগ প্রক্রীয়াসহ যেকোন ধরনের অনিয়মের খোঁজ করবে বলে জানান তিনি।

প্রাথমিক অভিযান শেষে কনফিডেন্স কোচিংয়ের সকল প্রাতিষ্ঠানিক কাগজ ও ব্যাংক হিসাব দুদকে উপস্থাপন করতে বৃহষ্পতিবার পর্যন্ত সময় দেয়া হয়েছে। কোন ধরনের অনিয়মের প্রমান পাওয়া গেলে কোচিং সেন্টারগুলো বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান দুদক কর্মকর্তা।