আসছে পাট থেকে তৈরি পলিব্যাগ!

আসছে পাট থেকে তৈরি পলিব্যাগ!

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

খুব শিগগিরই পাট থেকে তৈরি পচনশীল পলিব্যাগের বাণিজ্যিকভাবে উৎপাদনে যাবে সরকার। সকালে ডেমরায় লতিফ বাওয়ানী জুট মিলে পাটের তৈরি পলিব্যাগের পাইলট প্রকল্প উদ্বোধন করে এ কথা জানান পাটমন্ত্রী ও প্রতিমন্ত্রী।

পাট প্রতিমন্ত্রী মির্জা আজম জানান, সারাবিশ্বে বছরে ৫০০ বিলিয়ন পলিব্যাগের চাহিদা রয়েছে। বাংলাদেশে বর্তমানে উৎপাদন করা সম্ভব একশ ষাট বিলিয়ন।

পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের সাবেক মহাপরিচালক ও এই প্রকল্পের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোবারক আহমদ খান জানান পাটের তৈরি পলিমারে ৫০ শতাংশই সেলুলুজ।

ফলে এসব ব্যাগ দুই থেকে তিন মাসে মাটিতে সম্পূর্ণ মিশে যাবে বলে পরিবেশের কোনো ক্ষতি হবে না। প্রচলিত পলিথিন ব্যাগের কাছাকাছি দাম হলেও, পাটের পলিমার ব্যাগের ভারবহন ক্ষমতা দেড়গুণ বেশি।