জমে উঠেছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা

জমে উঠেছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

ইরানের ১২ তম প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র এক সপ্তাহ বাকি। এরইমধ্যে দেশটির নির্বাচনি প্রচারণা ব্যাপক জমে উঠেছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, ইরানের বর্তমান প্রেসিডেন্ট ড. হাসান রুহানির হাজার হাজার সমর্থক রাস্তায় নেমে মিছিলে করেন।

তার সমর্থকদের মধ্যেই অধিকাংশই হাতে বেগুনী রং এর ব্রেসলেট এবং গলায় সবুজ রং এর স্কার্ফ পরে স্লোগান দিতে থাকেন। এর আগে জাতিকে আরো স্বাধীনতা এনে দেয়ার প্রতিশ্রুতি দেন ৬৮ বছর বয়সি রুহানি।

অন্যদিকে ইরানের অন্যতম মাজার মাসসাদ জংশনের চারপাশে দেশটির সাবেক আইনজীবী এবং ইমাম প্রেসিডেন্ট প্রার্থী ইব্রাহিম রাইসির পোস্টারে পোস্টার সয়লাভ হয়ে গেছে। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ইব্রাহিম রাইসি এবং রাজধানী তেহরানের মেয়র মোহাম্মদ বাকের কলিবফ এর সঙ্গে রুহানীর নির্বাচনি লড়াই হাড্ডাহাড্ডি হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

তবে আগামী ১৯ মে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান ইস্যু হিসেবে উঠে আসছে পরমানু কর্মসূচি এবং অর্থনৈতিক উন্নয়ন।