মুজিব শতবর্ষ ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে গাজীপুরে বর্ণাঢ্য অনুষ্ঠান

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে গাজীপুরে বর্ণাঢ্য অনুষ্ঠান

শেয়ার করুন

Screenshot (466)

।। গাজীপুর প্রতিনিধি ।।

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে গাজীপুরে সকাল থেকেই বিজয় দিবস উদযাপিত হচ্ছে। সকালে গাজীপুর কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ স্তম্ভে ফুল দিয়ে বঙ্গবন্ধু ও একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

প্রথমে গাজীপুরের জেলা প্রশাসক জেলা পুলিশ প্রশাসন ও মেট্রোপলিটন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শ্রদ্ধা নিবেদন করতে আসে গাজীপুর প্রেসক্লাব। গাজীপুর স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডাক্তার খাইরুজ্জামান পুষ্পস্তবক অর্পন করেন।  এরপরে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শহীদ বরকত স্টেডিয়াম গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম ও পুলিশ সুপার এস এম সফিউল্লাহ  সমবেত কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন এবং শারীরিক কসরত প্রত্যক্ষ করেন।  বিকেলে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভার্চুয়ালি শোতে অংশ নেন হাজারো মানুষ।