ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে ট্রাক–অটোরিকশার সংঘর্ষে তিন শ্রমিক নিহত

ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে ট্রাক–অটোরিকশার সংঘর্ষে তিন শ্রমিক নিহত

শেয়ার করুন

সরা্লি

।। প্রতিবেদক ।।

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বৈশামুড়া এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।  দুর্ঘটনায় অপর দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। আজ ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটেছে।

নিহত তিনজনের বাড়িই সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে। তারা হলেন জান মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (৩৫), আক্কাস আলীর ছেলে আমজাদ হোসেন (৩০) ও শান্ত মিয়ার ছেলে মাহফুজ মিয়া (৩২)। তারা ইটভাটার শ্রমিক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচজন যাত্রী নিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশা বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকার একটি ইটভাটার দিকে যাচ্ছিল। অটোরিকশাটি বৈশামুড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান অটোরিকশার তিন যাত্রী। গুরুতর আহত হন অটোরিকশার আরও দুই আরোহী। স্থানীয় লোকজন  আহত ব্যক্তিদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেছে।