সরকারের দুঃশাসনে মুক্তিযুদ্ধের সব অর্জন ধ্বংস হয়ে গেছে : মির্জা ফখরুল ইসলাম...

সরকারের দুঃশাসনে মুক্তিযুদ্ধের সব অর্জন ধ্বংস হয়ে গেছে : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

শেয়ার করুন

Mirza Fakhrul

।। নিজস্ব প্রতিবেদক ।।

স্বাধীনতার ৫০ বছর পার হলেও সরকারের দুঃশাসনে মুক্তিযুদ্ধের সব অর্জন ধ্বংস হয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহান বিজয় দিবস উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এ অভিযোগ করেন। মির্জা ফখরুলের ভাষায়, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায় সরকার। মিথ্যা মামলায় আটকে রেখে সুচিকিৎসা থেকে খালেদা জিয়াকে বঞ্চিত করা হচ্ছে অভিযোগ করে তিনি আরো বলেন, পরিকল্পিতভাবে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে সরকার।

 ‘মানবাধিকার লঙ্ঘনের’ অভিযোগে র‌্যাব এবং এর বর্তমান ও সাবেক সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টিকে বাংলাদেশের পঞ্চাশ বছরের ‘বড় লজ্জা’ হিসেবে বর্ণনা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, এটা হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় লজ্জা। এই পঞ্চাশ বছর পরে একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিষেধাজ্ঞা পেতে হচ্ছে। আমরা গণতন্ত্রের বাইরের একটি রাষ্ট্র তা আজকে বিশ্বেও সামনে তুলে ধরা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে যারা ক্ষমতা দখল করে বসে আছে, তাদের কারণেই এই অবস্থা হয়েছে। ’