ব্রাজিলে খোলা হলো প্রথম হাতির আশ্রম

ব্রাজিলে খোলা হলো প্রথম হাতির আশ্রম

শেয়ার করুন

elephantএটিএন টাইমস ডেস্ক: 

ব্রাজিলে খোলা হয়েছে লাতিন আমেরিকার প্রথম হাতির আশ্রম। ওই অঞ্চলের বিভিন্ন সার্কাস দলের ৫০টি বয়স্ক ও অসহায় হাতিকে ওই আশ্রমে থাকতে দেয়া হবে।

ব্রাজিলের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মাতো গ্রোসোয় এই হাতি আশ্রমটি গড়ে উঠেছে। থাইল্যান্ড থেকে আনা গুইদা ও মাইয়া নামের চল্লিশোর্ধ বয়সের দু’টি হাতি, এই আশ্রমের প্রথম বাসিন্দা।

প্রথম দফায় এখানে রাখা হবে ছয়টি প্রাণী। আশ্রমের হাতিগুলোকে নিয়মিত চিকিৎসা এবং বন আচ্ছাদিত চারণভূমিতে ঘুরে বেড়ানোর সুযোগ দেয়া হবে। মূলতঃ বন্ধ হয়ে যাওয়া সার্কাস দলের হাতিগুলোকেই এখানে আনা হবে।

যুক্তরাষ্ট্র-ভিত্তিক দ্য গ্লোবাল স্যাংচুয়ারি ফর এলিফেন্ট, ২ হাজার ৮শ একর জমি কিনে এটি তৈরি করেছে। এতে সংস্থাটির ব্যয় হয়েছে অন্তত ১০ লাখ মার্কিন ডলার। তবে দর্শনার্থীদের জন্য এটি উন্মুক্ত করা হবে না।