সিরিয়ায় সংঘাত বন্ধে সুইজারল্যান্ডে ফের আলোচনা শুরু

সিরিয়ায় সংঘাত বন্ধে সুইজারল্যান্ডে ফের আলোচনা শুরু

শেয়ার করুন

A Syrian man carries his two girls as he walks across the rubble following a barrel bomb attack on the rebel-held neighbourhood of al-Kalasa in the northern Syrian city of Aleppo on September 17, 2015. Once Syria's economic powerhouse, Aleppo has been ravaged by fighting since the rebels seized the east of the city in 2012, confining government forces to the west. AFP PHOTO / KARAM AL-MASRI        (Photo credit should read KARAM AL-MASRI/AFP/Getty Images)

বিশ্বসংবাদ ডেস্ক:

সিরিয়ায় সংঘাত বন্ধের চেষ্টায় সুইজারল্যান্ডে শনিবার থেকে আবারো নতুন করে কূটনৈতিক আলোচনা শুরু হতে যাচ্ছে। এর আগে অস্ত্রবিরতি প্রশ্নে মস্কো-ওয়াশিংটন আলোচনা চলতি মাসের শুরুতে স্থগিত হয়।

বৈঠকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং জাতিসংঘ ও আঞ্চলিক দেশগুলোর শীর্ষ কূটনীতিকরা অংশ নেবেন। তবে ল্যাভরভ শুক্রবার রাশিয়ার সংবাদ সংস্থাকে বলেছেন, নতুন এই শান্তি প্রচেষ্টায় তিনি তেমন কিছু আশা করছেন না।

এদিকে আলোচনার সফলতা নিয়ে প্রশ্ন তুলেছে ফ্রান্সের কূটনীতিকরাও। জাতিসংঘে সিরিয়া বিষয়ক দূত স্ট্যাফান ডি মিসতুরা জানিয়েছেন, ইরানের পররাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ আলোচনায় এতে যোগ দেবেন।

সিরিয়ায় সংঘাত বন্ধের চেষ্টায় একদিকে যখন কূটনৈতিক প্রচেষ্টা শুরু হচ্ছে, সেই মুহুর্তে রাশিয়া ও সিরিয়ার যুদ্ধ বিমানগুলো, আলোপ্পোর পূর্বাঞ্চলের বিরোধী নিয়ন্ত্রিত এলাকায় হামলা অব্যাহত রেখেছে।

আলেপ্পো থেকে বিদ্রোহীদের হটিয়ে দিতে অভিযানের ঘোষণা দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ।