ইউনেস্কোর সঙ্গে সম্পর্কচ্ছেদ করল ইসরাইল

ইউনেস্কোর সঙ্গে সম্পর্কচ্ছেদ করল ইসরাইল

শেয়ার করুন

unescoএটিএন টাইমস ডেস্ক:  

মুসলমানদের দ্বিতীয় পবিত্র নগরী হিসেবে পরিচিত জেরুজালেম নিয়ে মতপার্থক্যের কারণে ইউনেস্কোর সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত করেছে ইসরায়েল।

দেশটির অভিযোগ, জেরুজালেমের সঙ্গে ইহুদিদের হাজার বছরের সম্পর্ককে অস্বীকার করা হয়েছে ইউনেস্কোর সাম্প্রতিক প্রস্তাবে। ইউনেস্কো পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদকে মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে উল্লেখ করেছে।

অথচ এটি যে ইহুদিদের কাছে পবিত্র স্থান ‘টেম্পল মাউন্ট’ হিসেবে পরিচিত তা বলা হয়নি। আগামী সপ্তাহে চূড়ান্ত ভোটাভুটির আগে ইউনেস্কো দুটি প্রস্তাবনা গ্রহণ করে। এতে অধিকৃত ফিলিস্তিন শব্দ ব্যবহার করা হয়েছে।

সহযোগিতা স্থগিতের বিষয়ে ইউনেস্কোর প্রধান ইরিনা বোকোভার কাছে চিঠি দিয়েছেন ইসরায়েলের শিক্ষামন্ত্রী নাফতালি ব্যানেট। তিনি বলেছেন, ইসরায়েলের ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কোকে মূল সংস্থার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিতে বলা হয়েছে।