রামপাল নিয়ে আর কোন বিতর্ক নেই: প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা

রামপাল নিয়ে আর কোন বিতর্ক নেই: প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

রামপাল তাপ বিদ্যুতকেন্দ্র প্রকল্প নিয়ে এখন আর কোন বিতর্ক নেই বলে মনে করেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী। সোমবার জাতীয় প্রেসক্লাবে পদ্মা থেকে রামপাল শীর্ষক সেমিনারে তিনি এ দাবি করেন।

কারো নাম উল্লেখ না করে তৌফিক ই ইলাহী চৌধুরী বলেন, একটি গোষ্ঠী উদ্দেশ্যমূলকভাবে সরকারের উন্নয়ন প্রকল্প নিয়ে অপপ্রচার করছে। রামপালে বিদ্যুতকেন্দ্র নির্মাণে পরিবেশকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার বিষয়টি সরকার ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির কাছে প্রমাণ করতে পেরেছে বলেও দাবি করেন তিনি।

প্রধানমন্ত্রীর জ্বালানী উপদেষ্টা দেশের আর্থসামাজিক উন্নয়নে সবাইকে সহযোগী হিসেবে কাজ করারও আহ্বান জানান।