বিশ্বজিৎ হত্যা মামলার রায় ৬ আগস্ট

বিশ্বজিৎ হত্যা মামলার রায় ৬ আগস্ট

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

পুরান ঢাকার দরজিকর্মী বিশ্বজিৎ দাস হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের রায় হবে আগামী ৬ আগস্ট। দুপুরে, বিচারপতি মোহাম্মদ রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণার জন্য এই তারিখ ধার্য করেন।

২০১২ সালের ৯ ডিসেম্বর সকালে বিশ্বজিৎ দাসকে বাহাদুর শাহ পার্কের কাছে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা।

এ মামলায় পরের বছর ১৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ একুশ আসামির মধ্যে আটজনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের দুজন ও যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের ১১ জনই পলাতক।