উত্তর কেরিয়াকে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার

উত্তর কেরিয়াকে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

এবার উত্তর কোরিয়ার প্রতি সামরিক আলোচনার প্রস্তাব দিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের দফায় দফায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে, কোরীয় অঞ্চলের চরম উত্তেজনার মধ্যেই এই প্রস্তাব দিলো দক্ষিণ কোরিয়া।

বিবিসি জানায়, দক্ষিণ কোরিয়ার প্রস্তাবে প্রতিবেশী দেশটি সাড়া দিলে, তা হবে ২০১৫ সালের পর এ অঞ্চলের উত্তেজনা নিরশনে সবচেয়ে বড় পদক্ষেপ। দক্ষিণ কোরিয়ার ঊর্ধ্বতন এক সামরিক কর্মকর্তা জানান, দুই কোরিয়ার সীমান্তে সামরিক উত্তেজনা চরমে নিয়ে যেতে পারে।

আর এজন্য নিজেদেরই আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধানের পথ খুঁজে নিতে হবে। এ ব্যাপারে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনও সমস্যার দীর্ঘমেয়াদী সমাধানের চিন্তা করছেন।

সম্প্রতি বার্লিনে দেয়া এক বক্তব্যে মুন বলেন, উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র কর্মসূচী বন্ধে দেশটিকে চাপে রেখে কোনো সমাধান আসবে না। বরং শান্তি চুক্তি ও বহুপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা নিতে হবে।