প্রশ্নপত্র ফাঁসে কাউকেই ছাড় দেয়া হবে না: হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

প্রশ্নপত্র ফাঁসে কাউকেই ছাড় দেয়া হবে না: হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না, আবারো সতর্ক করলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

আগামী ২ এপ্রিল শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা উপলক্ষে সকালে সচিবালয়ে জাতীয় মনিটরিং এবং আইন-শৃংখলা কমিটির সভায় তিনি বলেন, কিছু শিক্ষকের কর্মকাণ্ড লজ্জাজনক।

সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন জানান, গত দুই মাসে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত অধ্যক্ষ ও শিক্ষকসহ ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শিক্ষার্থী ও অভিভাবকদের প্রশ্নপত্র ফাঁসের ফাঁদে না পড়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, অসৎ শিক্ষকদের এ পেশা ছেড়ে দেয়া উচিত।