এক সপ্তাহে গৃহহারা ৪০ হাজার মানুষ!

এক সপ্তাহে গৃহহারা ৪০ হাজার মানুষ!

শেয়ার করুন
ছবি- এএফপি
ছবি- এএফপি

এটিএন টাইমস ডেস্ক:

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার হামা শহর থেকে কমপক্ষে ৪০ হাজার মানুষ গৃহহারা হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি জানায়, গত এক সপ্তাহ ধরে দেশটির হামা শহরের উত্তর-পূর্বাঞ্চলে সরকারী বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের যুদ্ধের তীব্রতা বেড়ে যাওয়ায় ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন সাধারণ মানুষ।

এদের মধ্যে নারি ও শিশুর সংখ্যা সবচেয়ে বেশি। গত ২১ মার্চ থেকে ফ্রি সিরিয়ান আর্মির অন্তত ১০ টি বিদ্রোহী দল হামা শহরে উক্তরাঞ্চলে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। এদিকে, সিরিয়ার অবরুদ্ধ ৪ টি এলাকা থেকে লোকজনকে নিরাপদে চলে যাওয়ার সুযোগ করে দিতে একটি চুক্তি হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয় পর্যবেক্ষণ সংস্থার প্রতিবেদনে বলা হয়, ইরান ও কাতারের মধ্যস্থতায় করা এ চুক্তি অনুযায়ী দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের সরকার নিয়ন্ত্রিত দুটি গ্রামের বাসিন্দারা সেখান থেকে বেরিয়ে আসবে।

সিরিয়ার অবরুদ্ধ এ ৪টি এলাকায় প্রায় ৬০ হাজার লোক বাস করে। লোকজনকে নিরাপদ স্থানে চলে যাওয়ার সুযোগ করে দিতেই এ চুক্তির ব্যাপারে উভয় পক্ষ সম্মত হয়।