পুতুল ইউনেস্কোর আন্তর্জাতিক জুরি বোর্ডের সভাপতি নির্বাচিত

পুতুল ইউনেস্কোর আন্তর্জাতিক জুরি বোর্ডের সভাপতি নির্বাচিত

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

ইউনেস্কোর আন্তর্জাতিক জুরি বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। তিনি বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা পরিষদের সভাপতি।

বুধবার ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত ইউনেস্কোর আমির জাবের আল-আহমদ আল-সাবাহ পুরস্কার সংক্রান্ত আন্তর্জাতিক জুরি বোর্ডের সভায় তাকে সভাপতি নির্বাচিত করা হয়। প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিদের নিয়ে এই জুরি বোর্ড গঠন করা হয়।

এই বোর্ড, কুয়েতের অর্থ সাহায্যে পরিচালিত ২০ হাজার মার্কিন ডলার অর্থমূল্যের এই পুরস্কারের জন্য, একজন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে বাছাই করে। অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুলকে জুরি হিসেবে দায়িত্ব পালনের জন্য মনোনীত করেন ইউনেস্কোর মহাপরিচালক।

পরে জুরি বোর্ডের অন্যান্য সদস্যরা সায়মা ওয়াজেদ পুতুলকে আগামী দুই বছরের জন্য বোর্ডের সভাপতি হিসেবে নির্বাচিত করেন।