কুষ্টিয়ার ছেউড়িয়ায় লালন স্মরনে দুই দিন ব্যাপী লালন মেলা শুরু

কুষ্টিয়ার ছেউড়িয়ায় লালন স্মরনে দুই দিন ব্যাপী লালন মেলা শুরু

শেয়ার করুন

%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a8-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be
কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার ছেউড়িয়ায় লালন আখড়াবাড়ীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বাউল সম্রাট ফকির লালন শাহ স্মরনে দুই দিন ব্যাপী সাধুসঙ্গ, বাউল গান এবং লালন মেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় লালন একাডেমি মিলনায়তনে ‘লালন সাঁই : মরমি মৃত্তিকার ফসল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সারাদেশ থেকে আগত লালন ভক্ত অনুসারী ও বাউল শিল্পীদের পরিবেশনায় উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে সেমিনার শুরু হয়।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী’র সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন গবেষক প্রফেসর ড.আবুল আহসান চৌধুরী। প্রবন্ধের উপর আলোচনা করেন মূখ্য আলোচক ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রাশিদ আসকারী। এসময় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব উল ফেরদৌস, প্রবীণ লালন অনুসারী, শিল্পী নহির শাহ্, লালন একাডেমির সদস্য জাহিদ হোসেন, শিক্ষক ও গবেষক জেসমিন বুলি উপস্থিত ছিলেন। এছাড়াও সেমিনারে দেশের বিভিন্ন স্থান থেকে লালন ভক্ত, অনুসারী, শিল্পী ও সাংবাদিকসহ সূধীজনরা উপস্থিত ছিলেন।

পরে দুইদিনের সাধুসঙ্গ ও বাউল গান এবং লালন মেলা সফল করার লক্ষ্যে সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।