তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

আজ শুক্রবার ফজরের নামাজের পর, আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ইতোমধ্যে দেশ-বিদেশের লাখো মুসল্লি টঙ্গীর তুরাগ তীরের ময়দানে হাজির হয়েছেন।

প্রথম পর্বে আগত বিদেশি মেহমানগণ দ্বিতীয় পর্বেও অংশ নিতে ইজতেমা ময়দানে অবস্থান করছেন। স্থান সঙ্কুলান না হওয়ায় এবারও ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে। প্রথমবারের মতো ৩২টি জেলা নিয়ে এবছর ইজতেমার দুই পর্ব অনুষ্ঠিত হচ্ছে।

২০১৮ সালের ইজতেমায় অংশ নেবে বাকি ৩২ জেলা। এবারের দ্বিতীয় পর্বে যোগ দিচ্ছেন ঢাকার আংশিকসহ ১৫টি জেলার তাবলিগ জামাতের অনুসারীরা। আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

জমায়েতের সার্বিক নিরাপত্তার জন্য আইন-শৃংঙ্খলা বাহিনীর ৭ হাজার সদস্য দিয়ে গড়ে তোলা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়।