‘ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর মূল হোতাদের অনেকেই আমলাতন্ত্রের সাথে জড়িত’

‘ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর মূল হোতাদের অনেকেই আমলাতন্ত্রের সাথে জড়িত’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর মূল হোতাদের অনেকেই আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীসহ আমলতন্ত্রের সাথে জড়িত। দেশের অসাম্প্রদায়িক ভাবমুর্তি কলঙ্কিত করাই এই মহলের উদ্দেশ্য। এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেছে, ৭১ এর ঘাতক দালাল নির্মুল কমিটি।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে রামু, নাসিরনগর, রংপুরের ঠাকুরপাড়াসহ সাম্প্রদায়িক হমালার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করে সংগঠনটি।

রামু, নাসিরনগর বা রংপুরের ঠাকুরপাড়া। সামাজিক যোগযোগ ম্যাধমে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো হয়ছে এমন গুজবে পোড়ানো হয়ছে সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি, চলেছে লুটপাট অরাজকতা। সাম্প্রদায়িক এসব উস্কানীর সত্যতা বা প্রকৃত নায়ক কারা সেসব বিচার না করেই ঢালাওভাবে এর খেসারত দিতে হয়েছে শধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়কেই।

যে আগুনে মূলত পুড়েছে এদেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য। ৭১ এর ঘাদক দালাল নির্মূল কমিটির সংবাদ সম্মেলন, এসব তথ্য তুলে ধরা হয়। তাদের মতে এর মাধ্যমে মূলত অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ার স্বপ্নই হোচট খেয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত এসব ঘটনায় হয়রানির শিকার মানুষেরা তুলে ধরেন তাদের অভিজ্ঞতা। এসময় ইতিহাসবিদ মুনতাসির মামুন বলেন, এসব ঘটনায় নিরীহ মানুষকে হয়রানি করাই এই মহলের উদ্দেশ্যে। তাদের প্রতি চ্যালেঞ্জও ছুড়ে দেন তিনি।