ঋণ নেয়ার ক্ষেত্রে পিছিয়ে পড়ছে নারী উদ্যোক্তারা

ঋণ নেয়ার ক্ষেত্রে পিছিয়ে পড়ছে নারী উদ্যোক্তারা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

ঋণ নেয়ার ক্ষেত্রে পিছিয়ে পড়ছে নারী উদ্যোক্তারা। এক বছরেই কমেছে প্রায় ৭৫০ কোটি টাকা। নারী উদ্যোক্তাদের ঋণ দেয়ার ক্ষেত্রে বেশিরভাগ ব্যাংক মানছে না বাংলাদেশ ব্যাংকের নির্দেশনাও। সার্বিকভাবে বেড়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এসএমই খাতে ঋণ বিতরণ।

তবে এমন ভালো খবরের বিপরীতে নারী উদ্যোক্তাদের জন্য দুঃসংবাদ। কারণ তাদের ঋণ পাওয়ার পরিমাণ কমছে।

বাংলাদেশ ব্যাংকের সবশেষ রিপোর্ট বলছে এ বছরের প্রথম ছয় মাসে এসএমইতে নারী উদ্যোক্তাদের ঋণ দেয়া হয়েছে ২ হাজার ৩৩৩ কোটি টাকা। অথচ আগেরবার এটা ছিল ৩ হাজার ৮২ কোটি টাকা। কিন্তু কেন এই বাস্তবতা? কি বলছেন নারী উদ্যোক্তারা?

অথচ বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা, সব ব্যাংকে থাকতে হবে নারী উদ্যোক্তাদের জন্য আলাদা ডেস্ক। এককটি শাখায় কমপক্ষে পাচজন নারী উদ্যোক্তাদের ঋণ দিতে হবে। মোট এসএমই্ ঋণের ১৫% দিতে হবে তাদের। কিন্তু বেশির ভাগ এসব মানছে না।

বিশ্লেষকরা বলছেন, নারীদের ঋণ দেয়ার ক্ষেত্রে এসব বাধা দুর করতে হবে। দরকার বাংলাদেশ ব্যাংকের কঠোর তদারকিও। বাংলাদেশ ব্যাংকের২০১৫ সালের হিসাব বলছে দেশে নারী উদ্যোক্তার সংখ্যা এক লাখ ৮৮ হাজার ২শত ৩৩ জন।