দেশবাসীকে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

দেশবাসীকে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সকালে ঈদের জামাত শেষ হওয়ার পর রাষ্ট্রপতি বঙ্গভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় শুরু করেন।  রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী রশিদা হামিদসহ বঙ্গভবনের উর্ধতন কর্মকর্তারা।

এসময় দেশবাসী ও বিশ্ববাসীকে ঈদের শুভেচ্ছা জানান তিনি। রাষ্ট্রপতি বলেন, ঈদ মুসলমানদের জন্য এক আনন্দঘন দিন। এ আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে, সারা বাংলায়।

ঈদুল ফিতর উপলক্ষে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৯টা থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই ঈদ শুভেচ্ছা বিনিময় শুরু হয়। প্রথমেই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানান।

এরপর আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। সকাল ১১টার পর থেকে প্রধান বিচারপতিসহ বিভিন্ন বিচারপতি, বিদেশি কূটনীতিক, সমাজের বিশিষ্ট ব্যক্তি এবং মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন তিনি। এসময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।