চিলির সুনামি সতর্কতা প্রত্যাহার

চিলির সুনামি সতর্কতা প্রত্যাহার

শেয়ার করুন
A damaged road is seen after a quake at Tarahuin, on Chiloe island, southern Chile, December 25, 2016. REUTERS/Alvaro Vidal EDITORIAL USE ONLY. NO RESALES. NO ARCHIVE     TPX IMAGES OF THE DAY
ছবি- রয়টার্স

এটিএন টাইমস ডেস্ক:

চিলির উপকূলে ৭.৬ মাত্রার ভূমিকম্পের পর জারি করা সুনামির সতর্কতা প্রত্যাহার করা হয়েছে। রোববার চিলির পুয়েতো মন্ট থেকে ২২৫ কিলোমিটার দক্ষিণে এ ভূমিকম্প অনুভূত হয়। এ ভূমিকম্পের গভীরতা ছিল ১৫ কিলোমিটার।

তবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পর পরই উৎসস্থল থেকে ১ হাজার কিলোমিটারজুড়ে সুনামির সতর্কতা জারি করা হয়। ওই এলাকার মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার কথাও বলা হয়। এছাড়া এলাকার বাসিন্দাদের সৈকত ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ারও আহ্বান জানানো হয়।

এ ঘটনায় প্রায় ৪ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়। বিশ্বের অন্যতম ভূমিকম্পন এলাকা চিলি। ২০১০ সালে দেশটিতে ৮.৮ মাত্রার ভূমিকম্প ও সুনামিতে ৫ শতাধিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছিল।