বড় রানের চাপে ‘ধুঁকছে’ বাংলাদেশ

বড় রানের চাপে ‘ধুঁকছে’ বাংলাদেশ

শেয়ার করুন

Bangladesh's Mustafizur Rahman (C) celebrates New Zealand's Martin Guptill being caught with teammates Mashrafe Mortaza (L) and Shakib Al Hasan during the one day international cricket match between New Zealand and Bangladesh at the Hagley Park in Christchurch on December 26, 2016. / AFP / Marty Melville (Photo credit should read MARTY MELVILLE/AFP/Getty Images)

এটিএন টাইমস ডেস্ক:

নিউজিল্যান্ডের দেয়া ৩৪২ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। তামিম-ইমরুল ওপেনিংয়ে ভাল সূচনা করলেও খেই হারিয়ে ফেলে  টপ অর্ডার ব্যাটসম্যানরা। দলীয় ৩৪ এবং ব্যক্তিগত ১৬ রানে ইমরুল আউট হওয়ার পরে মাঠে নামেন সৌম্য। তবে ৮ বলে ১ রান করে দলীয় ৪৮ রানের মাথায় নিশামের বলে উইলিয়ামসনকে ক্যাচ দিয়ে প্যাভিলয়নে ফিরে যান।

সাম্প্রতিক সময়ে ফর্মে থাকা মাহমুদুল্লাহ ফিরেন আরও দ্রুত। সৌম্য আউট হওয়ার তিন বলের মাথায় নিশামের বলেই রঞ্ছিকে ক্যাচ দেন উইকেটের পিছেনে। তামিম ইকবাল ব্যক্তিগত ৩৮ রানে আউট হওয়ায় এখন একটু বিপদেই আছে বাংলাদেশ। এখন পর্যন্ত ১৯ ওভারে টাইগারদের সংগ্রহ ৪ উইকেটে ৮১ রান। মাঠে আছেন সাকিব আল হাসান ব্যক্তিগত ১২ রানে আর সঙ্গ দিচ্ছেন মুশফিকুর রহিম।

এর আগে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে আগে ব্যাট করে ৭ উইকেটে ৩৪১ রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ড। সাবধানেই ব্যাট চালাতে থাকেন দুই ওপেনার মার্টিন গাপটিল ও টিম লাথাম। দলীয় ৩১ রানে ভাঙ্গে ওপেনিং জুটি।ইনিংসের ষষ্ঠ ওভারে মুস্তাফিজুর রহমানের বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ তুলে দেন গাপটিল। করেন মাত্র ১৫ রান। এরপর তাসকিনের বলে ব্যক্তিগত ৩১ রানে ফেরেন অধিনায়ক কেন উইলিয়ামসন। তখন দলের সংগ্রহ ৭৯।

নেইল ব্রম ও জেমস নিসামের উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডের রানের গতিতে লাগাম টানেন সাকিব আল হাসান। তবে টম লাথামের ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিতে ৭ উইকেটে ৩৪১ রানের পাহাড় গড়ে কিউইরা।ব্যক্তিগত ১৩৭ রানে আউট হন লাথাম। কলিন মুনরো খেলেছেন ৮৭ রানের ইনিংস। সাকিব ৩টি, মুস্তাফিজ ও তাসকিন নেন ২টি করে উইকেট।