আশকোনার ঘটনায় মামলা দায়ের

আশকোনার ঘটনায় মামলা দায়ের

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

রাজধানীর দক্ষিণখানের আশকোনায় জঙ্গিবিরোধী অভিযানের পর সন্ত্রাস দমন আইনে ৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার রাত সাড়ে ১১টার দিকে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট দক্ষিণ খান থানায় এ মামলাটি দায়ের করে।

পলাতক জঙ্গি মাইনুল ইসলাম মুসা, নিহত দুইজন ও আত্মসমর্পণকারী ৪ জনকে এই মামলার আসামি করা হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে ‘অপারেশন রিপল ২৪’ নামে ১৬ ঘণ্টার অভিযানে নিহত হয় দুই ‘জঙ্গি’। তাদের মধ্যে এক নারী ‘জঙ্গি’ আত্মঘাতী হামলায় নিহত হয়।

এছাড়া দুই শিশুসহ দুই নারী আত্মসমর্পণ করে। আহত এক শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযানে ঘটনাস্থল থেকে ১৯টি গ্রেনেড, ৩টি পিস্তল ও ২টি সুইসাইডাল ভেস্টসহ বেশকিছু সরঞ্জাম জব্দ করেছে পুলিশ।

রোববার বোম ডিসপোজাল ইউনিট গ্রেনেডগুলো দিনভর দফায় দফায় নিষ্ক্রিয় করে। এদিকে সন্ধ্যা সাড়ে সাতটায় নিহত কিশোর জঙ্গি আফিফ কাদেরির মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।