সংক্ষিপ্ত তালিকা থেকে যাচাই বাছাই শুরু বৃহস্পতিবার

সংক্ষিপ্ত তালিকা থেকে যাচাই বাছাই শুরু বৃহস্পতিবার

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

বৃহস্পতিবার বিকেল ৪টায় আবারো বৈঠকে বসবে সার্চ কমিটি। সংক্ষিপ্ত নামের তালিকা থেকে কালই চূড়ান্ত যাচাই বাছাই শুরু হবে বলে জানিয়েছেন মন্ত্রীপরিষদ বিভাগের সচিব।

সকালে নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটির সঙ্গে ৪ বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন তিনি। এরপর দেশের স্বার্থেই যোগ্য লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করা উচিৎ বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা।

সমকাল সম্পাদক গোলাম সারওয়ার সাংবাদিকদের বলেন, ২টি প্রধান রাজনৈতিক দলের তালিকার মধ্যেই যোগ্য লোক রয়েছে। এর আগে সকাল ১১টা ১০ মিনিটে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ৪ বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করে সার্চ কমিটি।

চার বিশিষ্ট নাগরিক হলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম ও ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। এর আগে সোমবার সার্চ কমিটি ১২ বিশিষ্ট নাগরিকের সঙ্গে মতবিনিময় করে।