টাইফুনের আঘাতে ম্লান ফিলিপাইনের বড়দিনের আয়োজন

টাইফুনের আঘাতে ম্লান ফিলিপাইনের বড়দিনের আয়োজন

শেয়ার করুন

_93135733_037008182

বিশ্বসংবাদ ডেস্ক :

ফিলিপাইনে সুপার টাইফুন নকটেনের আঘাতে ম্লান হয়ে গেছে বড়দিনের আয়োজন। এ পর্যন্ত পাওয়া খবরে একজনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।

এখনো ১৪০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। ঝড়টি ধীরে ধীরে ফিলিপাইনের রাজধানী ম্যানিলার দিকে অগ্রসর হয়ে গতি হারাচ্ছ। ঝড়ে দেশটির পাঁচটি প্রদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। অনেক এলাকয় ভূমিধ্বস হয়েছে।_93126639_6d13c541-d408-4c2f-b4f8-48cf6040e8d4দেশটির কুইজন প্রদেশে ঝড়ের তাণ্ডবে গাছ চাপা পড়ে একজন মারা যান। ঝড়ের কারণে অন্তত ১ লাখ মানুষকে আবাসস্থল ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে। এ ছাড়াও দেশের অধিকাংশ এলাকায় ঝড়ো হাওয়াসহ প্রচুর  বৃষ্টিপাতের কারণে বড়দিনের অনুষ্ঠান পণ্ড হয়ে গেছ। ২০১৩ সালে সুপার টাইফুন হাইয়ানের আঘাতে প্রায় সাড়ে সাত হাজার মানুষের প্রাণহানি হয়েছিল।