বাবুল আক্তারের বিচার চেয়ে সংবাদ সম্মেলন

বাবুল আক্তারের বিচার চেয়ে সংবাদ সম্মেলন

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের বিরুদ্ধে পুলিশের বিশেষ শাখার এসআই আকরাম হত্যার অভিযোগে ঝিনাইদহে সংবাদ সম্মেলন করেছেন নিহতের স্বজনেরা। দুপুরে জেলার প্রেসক্লাবে লিখিত বক্তব্য পাঠ করেন আকরামের বোন জান্নাত আরা পারভিন রিনি। এসময় তার ৫ বোনই উপস্থিত ছিলেন।

জান্নাত আরা পারভীন বলেন, খুলনায় প্রতিবেশী থাকার সুবাদে বাবুল-বন্নীর মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। ২০০৬ সালের আকরামের সঙ্গে বিয়ে হয় বন্নীর। কিছুদিন পর মিতুকে বিয়ে করেন বাবুল।

যদিও তাদের সম্পর্ক ছিল। ২০১৪ সালের ২৮ ডিসেম্বর ঢাকা থেকে ঝিনাইদহে ফেরার পথে শৈলকুপার বড়দাহে মুমূর্ষু অবস্থায় আকরামকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেলে তার মৃত্যু হয়। বাবুল-বন্নী সম্পর্কের কারণেই প্রথমে আকরাম ও পরে মিতুকে হত্যার অভিযোগ আকরামের বোনদের।

বন্নি শৈলকুপায় সড়ক দূর্ঘটনায় অপমৃত্যুর মামলা করেন। কিন্তু আকরামের বোনরা হত্যা মামলা করতে গেলে গ্রহণ করা হয়নি পরে ঝিনাইদহের আদালতে হত্যা মামলা করা হয়। সংবাদ সম্মেলনে পারভিন রিনি সুষ্ঠু বিচার দাবি করেন।