ভারতের কাছে হেরে কঠিন সমীকরণে বাংলাদেশ নারী দল

ভারতের কাছে হেরে কঠিন সমীকরণে বাংলাদেশ নারী দল

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

নারী বিশ্বকাপের বাছাইপর্বে সুপার সিক্সের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশের দেয়া ১৫৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে জয় পায় ভারত।

এই হারের ফলে বিশ্বকাপের মূলপর্বে ওঠা অনেকটায় কঠিন হয়ে গেল রুমানার জন্য। কলম্বোয় টসে হেরে ব্যাট করতে নেমে দলীয় ১১ রানে ফিরে যান শারমিন সুলতানা। আর ১৪ রানে ব্যাক্তিগত ২ করে প্যাভেলিয়নে ফেরেন সানজিদা।

তৃতীয় উইকেট জুটিতে শারমিন আক্তারকে সাথে নিয়ে ৬২ রানের জুটি গড়েন ফারজানা। শারমিন ৩৫ রানে ফিরে গেলেও হাফ সেঞ্চুরির করেন ফারজানা। শেষ দিকে শায়লা শারমিনের ১০ রানের কল্যানে স্কোরবোর্ডে ১৫৫ রান তোলে বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ২২ রানে ১ করে ফেরেন ডিপতি শারমা। তবে মোনা মিশরানের অপরাজিত ৭৮ ও মিতালি রাজের ৭৩ রানের কল্যানে ১ উইকেট হারিয়ে জয় পায় ভারত।