ছয় সদস্যের সার্চ কমিটির চিঠি মন্ত্রীপরিষদে

ছয় সদস্যের সার্চ কমিটির চিঠি মন্ত্রীপরিষদে

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

নতুন নির্বাচন কমিশনের সদস্যদের বাছাইয়ের জন্য ছয় সদস্যের সার্চ কমিটি হচ্ছে এবার। রাষ্ট্রপতির কার্যালয় থেকে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে মন্ত্রী পরিষদ বিভাগে।

এই সার্চ কমিটি যাদের নাম প্রস্তাব করবে, তাদের মধ্যে থেকে সর্বোচ্ছ পাঁচ সদস‌্যের নতুন নির্বাচন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতির প্রেস সচিব সার্চ কমিটির সদস্যদের নাম প্রকাশ করেননি।

তবে ছয় সদস্যের সার্চ কমিটিতে সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ও একজন নারী সদস্য রয়েছেন বলে জানা গেছে। গতবারের মত এবারও সার্চ কমিটির প্রধান হবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতি।

মন্ত্রীপরিষদ বিভাগ প্রধান বিচারপতির কাছে সার্চ কমিটির চেয়ারম্যান হিসেবে আপলি বিভাগ থেকে একজন এবং সদস্য হিসেবে হাই কোর্ট বিভাগের একজনের নাম চেয়ে চিঠি পাঠাবে বলে জানা গেছে।