পশ্চিম তীরে আড়াই হাজার বাড়ি তৈরির ঘোষণা ইসরায়েলের

পশ্চিম তীরে আড়াই হাজার বাড়ি তৈরির ঘোষণা ইসরায়েলের

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

দখলকৃত পশ্চিমতীরে নতুন ইহুদি আবাসন গড়ার পরিকল্পনা ঘোষণা করেছে ইসরায়েল। এ পরিকল্পনার অংশ হিসেবে প্রথমে ২ হাজার ৫শ বাড়ি নির্মান করা হবে।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিয়েবারম্যান ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আবাসিক সমস্যার সমাধানে এই পরিকল্পনা অনুমোদন দিয়েছেন তারা। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা বুঝে নেয়ার চারদিনের মাথায়, বসতি স্থাপনের এই ঘোষণা দিলো ইসরায়েল।

ইহুদি বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গত মাসে প্রস্তাব পাস করলে, ওবামা প্রশাসনের সমালোচনা করেন ট্রাম্প। নতুন আবাসন পরিকল্পনার সমালোচনা করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।

এ ঘটনাকে, মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়ায় সবশেষ আঘাত বলে মন্তব্য করেছে দেশটি। ১৯৬৭ সাল থেকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম অন্তত ১৪০টি বসতি স্থাপন করেছে ইসরায়েল। সবমিলিয়ে সেখানে ৫ লাখ ইহুদি বসবাস করছে।