এটিএন বাংলায় ধারাবাহিক নাটক ‘ডিবি’

এটিএন বাংলায় ধারাবাহিক নাটক ‘ডিবি’

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

এটিএন বাংলায় রোববার রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে হাজার পর্বের ধারাবাহিক নাটক ‘ডিবি’।

সমসাময়িক সত্য ও সত্যের কাছাকাছি ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ডিবি। খুন, অপহরণ, ছিনতাই, চুরিসহ বিভিন্ন রহস্যময় ঘটনার সমাধান দিতে হাজির হয় ডিবির একটি বিশেষ টিম। বের করে আনে রহস্যের জট। এমনি অসংখ্য রহস্য গল্প নিয়ে এটিএন বাংলার জন্য তৈরি হয়েছে এক হাজার পর্বের ধারাবাহিক নাটক ‘ডিবি’।

DB STILL_2

ড. মাহফুজুর রহমানের গল্প ভাবনায় ধারাবাহিকটি রচনা করেছেন রুহুল আমিন পথিক। পরিচালনা করেছেন জাহাঙ্গীর আলম সুমন।

বাংলাদেশের অনেক সফল ও গুনী অভিনয় শিল্পীরা পর্যায়ক্রমে এ ধারাবাহিকে অভিনয় করেছেন। নাটকের মাধ্যমে বেশ কিছু নতুন শিল্পীর অভিষেক ঘটেছে। ভিন্ন ভিন্ন গল্প নিয়ে নির্মিত এই দীর্ঘ ধারাবাহিকটির পাঁচটি পর্ব নিয়ে আবর্তিত হবে একটি গল্প। যেখানে ডিবি অফিসারদের টিমে নির্দিষ্ট কয়েকজর অভিনেতা-অভিনেত্রী অভিনয় করবেন। গল্পের সাথে সাথে নাটকের অভিনয় শিল্পী পরিবর্তন হবে।

নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন ডি এ তায়েব, অপূর্ব, সৈয়দ শুভ্র, ইউসুফ রাসেল, মিমো, ছবি, হুমাইরা হিমু, হীরা প্রমুখ।