৯৭ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠি

৯৭ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

কোচিং বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে, ঢাকার স্বনামধন্য আট শিক্ষাপ্রতিষ্ঠানের ৯৭ জন শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিয়েছে দুদক। গতকাল রোববার চিঠিটি স্বাক্ষর হলে, আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়।

দুদকের গণসংযোগ কর্মকর্তা উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য জানান, স্কুলগুলোর মধ্যে বেসরকারি চারটি ও সরকারি চারটি স্কুল রয়েছে।

সরকারি চারটি স্কুলের মধ্যে মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের ১২ জন, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪ জন, খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের ১ জন এবং ধানমন্ডি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের ৮ জন শিক্ষক রয়েছেন।

আর বেসরকারি স্কুলগুলোর মধ্যে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ৩৬ জন শিক্ষক, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের ২৪ জন, ঢাকা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ৭ জন এবং রাজউক স্কুল অ্যান্ড কলেজের ৫ জন শিক্ষককে অভিযুক্ত করা হয়েছে।