সাগর-রুনি হত্যা মামলায় মূল আসামীদের ধরার চেষ্টা চলছে: আইজিপি

সাগর-রুনি হত্যা মামলায় মূল আসামীদের ধরার চেষ্টা চলছে: আইজিপি

শেয়ার করুন

45464654মো. নাসির উদ্দিন, টাঙ্গাইল প্রতিনিধি :

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক বলেছেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলা হাইকোর্টের নির্দেশে র‌্যাব পুলিশ তদন্ত করছে। আমরা চেষ্টা করছি মুল আসামীদের ধরার জন্য। আশা করি সঠিক তথ্য ও উপাত্তের ভিত্তিতে খুব দ্রুত সময়ের মধ্যে এর সমাধান করতে পারবো।

তিনি আরও বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক দেশ। এখানে পুলিশ কখনোই কোন রাজনৈতিক দল বা বিএনপির কোন সভা-সমাবেশে বাঁধা দিবে না। তবে গোয়েন্দা রিপোর্টের ক্ষেত্রে নিরাপত্তার জন্য পুলিশ ব্যবস্থা নিয়ে থাকে।

তিনি আজ সোমবার বিকেলে টাঙ্গাইলের হাজরা ঘাট এলাকায় লৌহজং নদীর দুই পাড়ে গড়ে উঠা এসপি পার্কের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

এর আগে প্রধান অতিথি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক এসপি পার্কের ফলক উন্মোচন করেন। এ সময় উপস্থিত ছিলেন, পুনাক সভানেত্রী বেগম শামসুন নাহার, টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, পুলিশ সুপার মো. মাহবুব আলম প্রমুখ।

পরে তিনি পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার কুচকাওয়াজ পরিদর্শন করেন।