অ্যাশেজ: তৃতীয় দিন শেষে ২৬৮ রানে এগিয়ে অস্ট্রেলিয়া

অ্যাশেজ: তৃতীয় দিন শেষে ২৬৮ রানে এগিয়ে অস্ট্রেলিয়া

শেয়ার করুন

270520স্পোর্টস ডেস্ক :

অ্যাশেজ সিরিজের প্রথম দিবা-রাত্রীর টেস্টে, তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৬৮ রানে ইংল্যান্ডের চেয়ে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। দিন শেষে অজিদের সংগ্রহ ৫ উইকেটে ৫৩ রান।

১ উইকেটে ২৯ রান নিয়ে খেলতে নামা ইংল্যান্ড তৃতীয় দিনেও প্রতিরোধ গড়তে পারেনি। উল্টো ইংলিশের কোনঠাসা করে ফেলেন অস্ট্রেলিয়ার বোলাররা। ১৪২ রানে ৭ উইকেট হারিয়ে চাপে পরে জো রুটের দল। ফলোঅন এড়াতে তখন ক্রিজে ছিলেন ক্রিস ওকস আর ক্রেইগ ওভারটন। তবে ওকস ৩৬ রানে আউট হয়ে গেলে সঙ্গীর অভাবে ৪১ রানে অপরাজিত থাকেন ওভারটন।এছাড়া দলে পক্ষে ২৫ রান করে মঈন আলী। শেষ পর্যন্ত ২২৭ রানে অলআউট হয় ইংল্যান্ড। নাথান লিওন ৪টি ও মিচেল স্ট্রার্ক নেন ৩টি উইকেট।

এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে ভালই চাপে রেখেছে ইংলিশ বোলাররা।দলিয় ৫০ রানে টপঅর্ডার চার ব্যাটসম্যানের উইকেট তুলে নেয় তারা। ওয়ার্নার ১৪ ও উসমান খাজা করেন ২০ রান। দিন শেষে হ্যান্ডসকম্ব ৩ ও নাথান লায়ন ৩ রানে অপরাজিত ছিলেন।