লাস ভেগাসে ওপেন কনসার্টে গুলিতে নিহত ২

লাস ভেগাসে ওপেন কনসার্টে গুলিতে নিহত ২

শেয়ার করুন

_98101321_0a6f1599-6f8a-4de8-9448-30ad9470eea2বিশ্বসংবাদ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে একটি উন্মুক্ত কনসার্টে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত ও ২৪ জন আহত হয়েছেন।

প্রতক্ষ্যদর্শীরা জানান, ম্যান্দালয়া বে হোটেল সংলগ্ন এলাকায় কনসার্ট চলার সময় হঠাৎই গুলির আওয়াজ শোনা যায়। এতে আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন সবাই। শতাধিক গুলির শব্দ পাওয়া গেছে বলে জানান তারা।24912875-332b-4d9b-9a29-65ca2a50b88dগুলিতে দুজনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। আহত হয়েছেন অনেকে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার পরই ছুটে আসে পুলিশ। তাদের অভিযানে এখন পর্যন্ত একজন সন্দেহভাজনকে আটক করেছেন তারা। পুরো এলাকা ঘিরে রেখেছে সশস্ত্র পুলিশ সদস্যরা। লাস ভেগাসগামী বিমান চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে।

সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ঘটনাস্থলের অনেক ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে শত শত মানুষ দৌড়ে পালিয়ে যাচ্ছে। আর গুলির যে শব্দ শোনা যাচ্ছে ধারণা করা হচ্ছে সেটা একটানা স্বয়ংক্রিয় বন্দুকের শব্দ।
0cbf4c05-860c-4134-b5e0-62340c2b5a81টিভিতে দেখানো সরাসরি ফুটেজে দেখা যাচ্ছে লাস ভেগাস স্ট্রিপে ভারী অস্ত্রসহ পুলিশ অবস্থান করছে। ঐ এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে।

এদিকে স্থানীয় হাসপাতালের একজন মুখপাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যমকে জানিয়েছে গুলিতে আহত এমন অন্তত ২০ জনকে তার এখন চিকিৎসা দিচ্ছে।