সফল মাছ চাষী খায়রুল

সফল মাছ চাষী খায়রুল

শেয়ার করুন

মাছের খামার

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের খায়রুল ইসলাম। মাছ চাষ করে নিজে স্বাবলম্বী হয়েছেন। স্বাবলম্বী করেছেন অন্যদেরও। তার এ সাফল্যের পর কিশোরগঞ্জের ভাটগাঁও এখন মাছের রাজ্য। কাজের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন জাতীয় মৎস্য পুরস্কার।

কিশোরগঞ্জের রশিদাবাদের ভাটগাঁও গ্রামের যেদিকে চোখ যায় খামার আর খামার। খায়রুল ইসলামের হাত ধরেই  মাছের এ সাম্রাজ্য গড়ে উঠেছে এখানে।

তার বাবা মাছ চাষে সফলতা না পেয়ে পেশা ছেড়ে দেন। তার পরও প্রত্যয়ী খায়রুল লেগে থাকেন মাছ চাষে। ছাড়েননি লেখাপড়াও। একদিন মাছ চাষে আসে আকাশছোঁয়া সাফল্য। এখন তিনি ৩২টি পুকুর আর একটি হ্যাচারির মালিক।

নিজের সাফল্যের পর খায়রুল এলাকার বেকার যুবকদের মাছ চাষে উৎসাহ দেন। প্রশিক্ষণও দেন তাদের। তার দেখানো পথে, পুরো এলাকায় এখন তিনশ খামার।

তার খামারে কর্মসংস্থান হয়েছে ৪৫ জনের। প্রতিবছর গড়ে তিন কোটি টাকার মাছ বিক্রি করছেন খায়রুল। তার খামারে শিং, মাগুর, পাবদা, গুলাশা ও কৈসহ বিভিন্ন জাতের মাছ চাষ হয়। খাওয়ানো হয় মৎস্য অফিসের পরামর্শমতো খাবার। স্বাস্থ্য ঝুঁকি না থাকায় এসব মাছের চাহিদাও অনেক।