সিঙ্গাপুরে ৪১ বিদেশি শ্রমিক জিকায় আক্রান্ত

সিঙ্গাপুরে ৪১ বিদেশি শ্রমিক জিকায় আক্রান্ত

শেয়ার করুন

জিকা

বিশ্বসংবাদ ডেস্ক:

সিঙ্গাপুরে অন্তত ৪১ জন জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যাদের বেশির ভাগই বিদেশি নির্মাণ শ্রমিক।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আক্রান্তরা একই দেশের এবং একই প্রতিষ্ঠানে কাজ করেন। এদের কেউই সম্প্রতি বিদেশ সফর করেননি। তাই স্থানীয়ভাবে তারা জিকায় আক্রান্ত হয়েছেন বলে ধারণা কর হচ্ছে। তাদের মধ্যে ৩৪ জন সম্পূর্ণ সুস্থ্য হয়ে উঠেছেন। বাকি ৭ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

কর্ম পরিবেশ উন্নত না হওয়ায় নির্মাণ প্রতিষ্ঠানটির কাজ সাময়িক স্থগিত করা হয়েছে। গত মে মাসে ব্রাজিল সফর করা এক ব্যক্তির, জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় সিঙ্গাপুর সরকার। এর শনিবার মালয়েশিয়ান এক নারীও জিকা সংক্রমিত বলে জানা যায়।

মশাবাহিত জিকা ভাইরাস-আক্রান্ত রোগীর পঙ্গু হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এছাড়া অস্বাভাবিক ছোট মাথা নিয়ে জন্ম নেয় শিশু। যা মাইক্রোসেফালি নামে পরিচিতি। মশার কামড় ছাড়াও যৌন সঙ্গমের মাধ্যমে জিকা ভাইরাস ছড়ায় বলে গত ফেব্রুয়ারিতে জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।