‘বড় বাজেট দেয়ায় আর্থিক বিভ্রান্তি তৈরি হচ্ছে’

‘বড় বাজেট দেয়ায় আর্থিক বিভ্রান্তি তৈরি হচ্ছে’

শেয়ার করুন

7659_1নিজস্ব প্রতিবেদক :

বড় বাজেট দেয়ায় আর্থিক ভ্রম বা বিভ্রান্তি  তৈরি হচ্ছে মনে করছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ- সিপিডি। রোববার মহাখালি ব্র্যাক সেন্টারে আগামী বাজেট নিয়ে সিপিডি পরামর্শ দিলো ডিজেল ও কোরোসিনের দাম কমানোর।

জুন শেষে আসছে, আরও একটি বড় বাজেট। এরই মধ্যে অর্থমন্ত্রী সে বাজেটের সম্ভাব্য আকারও বলেছেন ৪ লাখ ২০ হাজার কোটি টাকা। যা চলতি বাজেট থেকেও বেশি প্রায় ৮০ হাজার কোটি টাকা।

আর বাজেটের সম্ভাব্য এই আকারটি ধরে গবেষণা প্রতিষ্ঠান, সিপিডি বলছে, তাহলে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরকে আদায় বাড়াতে হবে আরও ৭১ হাজার কোটি টাকা। এজন্য রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি হতে হবে ৩৪%।

কিন্তু গেলো পাঁচ বছরে তা ১৩ শতাংশেই আটকে আছে।  অন্যদিকে সরকারকে খরচ বাড়াতে হবে আরও ৮৬ হাজার কোটি টাকা। শতাংশে যা ২৭ ভাগ । কিন্তু বর্তমান চিত্র তা ১২%। লক্ষ্যমাত্রা আর বাস্তবায়নের এই ফারাককে সিপিডি বলছে আর্থিক বিভ্রান্তি।

আগামী অর্থবছরে নতুন ভ্যাট আইন, গ্যাস বিদ্যুতের দামের কারণে বিভিন্ন পণ্যের উৎপাদন খরচ আরও বাড়বে বলেও মনে করে সিপিডি। তাই দাম কমানো উচিত, ডিজেল আর কেরোসিনের।

সেই সাথে নতুন অর্থবছর থেকে এক সাথে ১৫% হারে ভ্যাট আরোপ না করারও সুপারিশ করেছে সিপিডি।